অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মেয়েদের বিগ ব্যাশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
হোবার্ট হারিকেনসের হয়ে ডাক পেয়েছেন অলরাউন্ডার রুমানা। অপরদিকে মেলবোর্ন স্টারসের হয়ে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা।
আগামী ৬ অক্টোবর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তারা।
এর আগে অবশ্য আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রুমানা। ২০১৭ সালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নেয় ব্রিসবেন হিট।
আর অফস্পিনার খাদিজাতুল কুবরাকে নেয় মেলবোর্ন স্টারস। তবে সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি কারোরই।
এবার রুমানা ও নিগার ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন।
আগামী ১৮ অক্টোবর শুরু হবে মেয়েদের বিগ ব্যাশের পঞ্চম আসর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় খুব বেশিদিন বিগ ব্যাশে থাকার সুযোগ পাবেন না রুমানা ও নিগার।
অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি খেলতে যাওয়ার আগে রুমানা ও নিগার ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারত ‘এ’ দলের সঙ্গে। এক ম্যাচের জন্য তারা অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ৬ ও ৮ অক্টোবর একই মাঠে।