ফারাক্কার সবকটি গেট খুলে দেয়ায় দেশের বিভিন্ন নদীতে পানি বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মার রাজশাহী পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নীচ দিয়ে পানি বইছে। তবে পাবনা ও কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে পদ্মা নদীর পানি।
রাজবাড়ীতেও নদীর পানি বিপৎসীমা পেরিয়েছে। এতে জেলার কালখালীর দুটি ইউনিয়নের নীচু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছে ৩ হাজার পরিবার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ফারাক্কা বাধের ১১৯টি গেট খুলে দেয় ভারত। মুর্শিদাবাদ ও মালদহের কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের বিহার ও উত্তর প্রদেশের বেশিরভাগ জেলায়। নিহতের সংখ্যা প্রায় দেড়শ ছুঁই ছুঁই। এ অবস্থায় বন্যা ঠেকাতে এবার ফারাক্কা বাধের ১১৯ টি গেটই খুলে দিয়েছে দেশটি।