চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচে তার গোল তিনটি। দুর্দান্ত ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামনে রেখে আজ জুভেন্টাস খেলবে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে। তার আগে ইতালির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সি আর সেভেন তার ফিট থাকার রহস্য ফাঁস করেছেন।
তিনি বলেছেন, ‘‘ফিটনেসের ব্যাপারে আমার মধ্যে এক ধরনের পাগলামি কাজ করে। নিয়ম করে জিমে কঠোর পরিশ্রম করো। তার সঙ্গে চাই গভীর ঘুম। বলতে পারেন, প্রচুর ঘুমই আমার ফিট থাকার সেরা কারণ।’’
প্রথম ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে ড্র করে ‘ডি’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জুভেন্টাস। রোনালদো বলেছেন, ‘‘ঘরের মাঠে তিন পয়েন্ট নিশ্চিত করা প্রধান লক্ষ্য। আমরা তার জন্য তৈরি।’’