বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর সম্প্রতি সহকারী পরিচালক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছেন। এ ছাড়াও অভিনয়ে অভিষেকের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি শানায়া কাপুরের বেলি ড্যান্সের একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওতে শানায়াকে বেলি ড্যান্স শিখতে দেখা যাচ্ছে। এখনও প্রথম ছবির ব্যাপারে কোনও ঘোষণা না আসা এই তারকাকন্যার ভিডিওতে এটি বেশ স্পষ্ট যে অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি বেশ ভালোভাবেই চালাচ্ছেন তিনি।
ভিডিওটি ইন্টারনেটে আসামাত্রই ব্যাপক সাড়া পড়ে যায়। একজন নেটিজেন লেখেন, সানায়া আহ! নিশ্চিতভাবেই কাপুরদের পরবর্তী উত্তরাধিকার। আরেকজন লেখেন, কী দারুণ প্রদর্শনী।