Home > আইটি > বাংলাদেশকে সুখবর দিয়ে গেলো ফেসবুক

বাংলাদেশকে সুখবর দিয়ে গেলো ফেসবুক

ঘরে বসে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অন্যতম বড় মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিশ্বজুড়েই এর ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেয়ার ঘোষণা এসেছে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে। 

সেইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুকের পক্ষ থেকে পূর্ণ সম্মতি পাওয়া গেছে।

ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদলের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগের বিষয়টি জানায় ফেসবুকের প্রতিনিধিদলটি।

স্থানীয় প্রতিনিধি নিয়োগ সম্পন্ন হলে ফেসবুক ব্যবহারকারীরা তাদের আইডিটিকে আরও নিরাপদে রাখতে পারবেন।