তারকাদের মাঝে মধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। শুনতে হয় আপত্তিকর প্রস্তাব। ক্যারিয়ার গড়তে কেউ সেই সব প্রস্তাবে সায় দেন, কেউবা এক বাক্যে না বলে দেন। যারা তারকাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন তারা আবার থেকে যান আলোর পেছনে।
এমন এক পরিস্থিতি শিকার হয়েছেন সেলিব্রেটি তারকা লরা গডজার। ২০১৪ সালে দুবাইয়ের থাকাকালীন সাবেক প্রেমিক জ্যাক ম্যালিনের সঙ্গে তার ৬ সেকেন্ডের একটি ভিডিও টেপ ফাঁস হয়ে পড়ে। এ ঘটনায় দ্রুত লন্ডনে ফিরেন লরা।
তবে তার আগেই দুবাইয়ের এক ধনকুবের এক রাতের জন্য লরাকে ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪০ লক্ষ ৯০ হাজার টাকা) প্রস্তাব করেছিলেন।
ওই বছরই রিয়েলিটি টিভি শো সেলিব্রেটি বিগ ব্রাদারে এসে নিজেই এমন তথ্য প্রকাশ করেন।
লরা বলেন, ‘দুবাইয়ের এক ধনকুবের যুবক আমাকে বলল, আমি এক রাতের জন্য তোমাকে ৪০ হাজার পাউন্ড দেবো। এ কথা তুমি কাউকে বলবে না। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম।’