সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই হালের মিডিয়াতে বেশ জনপ্রিয় নাম তানজিন তিশা। বাংলাদেশ থেকে কলকাতা দুই দেশেই দর্শকের কাছে তানজিন তিশা মানেই যেন মুগ্ধতার অপর নাম। আর তার নারী পুরুষ সকল ভক্তরাই চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে।
কিন্তু একজন তারকার জন্য এমন সুযোগ দেয়া বেশ দুঃসাধ্য কাজ। তবে এবার এলো সেই অসাধ্যকে সাধন করার। জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে তা জানা যাবে তানজিন তিশার কাছ থেকেই।
আজ সোমবার রাত ৮টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।
এ বিষয়ে তিনি বলেন, ‘দর্শকের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো? আমি থাকব শুধু আপনাদের অপেক্ষায়।’
এদিকে, প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে লাইভ এন্টারটেইনমেন্ট।