যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সে দেশেরর ১৬টি অঙ্গরাজ্য।
মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে মেক্সিকো সীমান্তে প্রতিশ্রুত দেয়াল নির্মাণের অর্থ সংগ্রহের জন্য গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।
সব মিলিয়ে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের হাতে আসবে প্রায় ৮০০ কোটি ডলার। তবে সীমান্তের দুই হাজার মাইলজুড়ে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় ২৩০০ কোটি ডলারের তুলনায় তা অনেক কম।
কিন্তু সোমবার ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে ১৬ অঙ্গরাজ্য এক হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় মামলা দায়ের করেছে। মামলার আর্জিতে ট্রাম্পের ঘোষিত জরুরি অবস্থা জারির আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে কলোরাডো, কানেটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিনেসোটা, নেভাডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরিগন, ভার্জিনিয়া ও মিশিগান রয়েছে এ মামলার বাদীপক্ষে। এই রাজ্যগুলোর মধ্যে ম্যারিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান রিপাবলিকান পার্টির নেতা। বাকি গভর্নররা সবাই ডেমোক্রেটিক পার্টির।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হ্যাভিয়ার বেসেরা বলেন, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ‘অপব্যবহার’ ঠেকাতেই তারা ট্রাম্পকে আদালতে নিচ্ছেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ছিলো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাবাদ দমন ও সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে ওই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তখন তিনি মেক্সিকো সরকারের কাছ থেকে এই দেয়াল নির্মাণের অর্থ নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু মেক্সিকো তা দিতে অস্বীকার করলে তিনি মার্কিন কংগ্রেসের দারস্থ হন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫.৭ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ডেমোক্র্যাট সদস্যদের বিরোধিতার মুখে তার এ প্রস্তাব ঝুলে যায়।
মেক্সিকো সীমান্তে দেয়ালের নির্মাণের বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত বিরোধের জেরে গত ২১ ডিসেম্বর থেকে শাট ডাউন বা বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অধিকাংশ কার্যক্রম। এই শাটডাউন দীর্ঘ ৩৫ দিন বহাল ছিলো।
পরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের সমঝোতার ভিত্তিতে অচলাবস্থা থেকে মুক্তি পায় মার্কিন সরকার। কিন্তু ওই সমঝোতা চুক্তিতে নাখোশ হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই গত শুক্রবার তিনি দেয়াল নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার কথা জানান।