তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক। তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সকল সুযোগ সুবিধা ভোগ করছে। আর সরকারের উদারতার কারণেই বেগম জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভিতরে নিয়ে রাখতে পারছেন। তিনি বলেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়ে যেসব উক্তি করছে তার প্রত্যেকটি উক্তি নিয়েই আদালত অবমাননার মামলা হতে পারে। সরকারের দায়িত্ব আইন শৃংখলা রক্ষা করা, সরকার তাই করছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ স্থানীয় এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।