বাগেরহাটের মোড়েলগঞ্জে এক মাদ্রাসা পড়ুয়া কিশোরিকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে ৭ মাসের অন্তঃসত্ত্বা করেছে দুলাভাই। ঘটনাটি ঘটেছে মোরেলগঞ্জ।
কিশোরির মা হামিদা বেগম জানান, ৮ বছর পূর্বে তার মেঝো মেয়ে শারমিনকে বিবাহ দেন বারইখালী গ্রামের মৃত গনি শেখের পুত্র রেজাউল শেখের সাথে। সে ঘরে শারমিনের সুমাইয়া (৬) নামে এক শিশু কন্যাও রয়েছে। জামাতার সুবাধে রেজাউল শেখ তার বাড়িতে আশা-যাওয়া এক পর্যায় ছোট মেয়ে পুটিখালী ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে বিয়ের প্রলোভনে অনৈতিক সর্ম্পক গড়ে তোলে।
পরে বিষয়টি তার বড় মেয়ে শারমিন জানাতে পেরে স্বামী রেজাউলকে ১ মাস পূর্বে তালাকনামা পাঠান। এদিকে তার ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে অন্তঃসত্ত্বা বলে জানায়।
পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে হামিদা বেগম রেজাউলের মাকে অবহিত করলে, তার ছেলে এ ঘটনা ঘটায়নি বলে তাড়িয়ে দেয় হামিদা বেগমকে।
অন্তঃসত্ত্বা ওই কিশোরির সন্তানের পরিচয়সহ ও ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন দিন মজুর ওই পরিবারটি।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, পুটিখালীতে কিশোরি অন্তঃসত্ত্বার বিষয়টি তিনি অবহিত নন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাননি তিনি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।