বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অন্যতম ফুটবলার পল পগবা। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ার তিনি। সম্প্রতি তার ধর্মীয় চর্চা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
পগবা জানিয়েছেন, ‘সবাই যেভাবে দেখছে ইসলাম আসলে সে রকম না। বিশ্বে ইসলামকে ভুলভাবে দেখা হয়। আমরা গণমাধ্যমে যা শুনি তা ভিন্ন কিছু। ইসলাম খুবই সুন্দর। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে ইসলাম আমাকে সাহায্য করেছে।’
একটা কঠিন সময় গেছে পগবার। তখন থেকেই তিনি ধর্মচর্চায় মন দেন। কিছুদিন আগে হজ্জও করে এসেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘ইসলাম জীবন সম্পর্কে আমার ধারণা বদলে দিয়েছে। আমার ভেতরে শান্তি এনে দিয়েছে। এটা আমার জীবনে ভালো একটা পরিবর্তন এনে দিয়েছে।’
ফরাসি এই ফুটবলার বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা মুসলমান। আমরা সব সময় কথা বলি। আমি নিজেকেও প্রশ্ন করি। আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে একবার নামাজ পড়ি। তারপর বুঝতে পারি অন্য রকম লাগছে। আমার খুব ভালো লাগছিল। তারপর থেকে আমি শুরু করি। নামাজ ইসলামের মূল স্তম্ভ। আপনি ক্ষমা চাইছেন, সবার জন্য দোওয়া করছেন। ’
পগবা আরো বলেন, ‘ইসলাম আমার চোখ খুলে দিয়েছে। আমাকে ভালো মানুষে পরিণত করেছে। ইসলাম মানবতাকে শ্রদ্ধা করে।’