রাজধানী ঢাকায় শীতের কিছুটা তীব্রতা কমলেও দেশের অনেক স্থানেই এখনও অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীতে ঘন কুয়াশা দেখা গেছে। সাথে কিছুটা শীতও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, রংপুর বিভাগের অনেক জেলার ওপর দিয়েই। এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর এবং চুয়াডাঙ্গাতেও শীতের তীব্রতা রয়েছে বেশ। তবে, দিন ও রাতের তাপমাত্রায় ফারাক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।