Home > রাজনীতি > শোচনীয় পরাজয়ে প্রলাপ বকছেন বিএনপি নেতারা: কাদের

শোচনীয় পরাজয়ে প্রলাপ বকছেন বিএনপি নেতারা: কাদের

নির্বাচনে শোচনীয় পরাজয়ে প্রলাপ বকছেন, বিএনপি মহাসচিব। এমন মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর দিলকুশায় বিআরটিসি ভবনে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না, সেটি তাদের নিজস্ব বিষয়। তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই।

জানান, শিগগিরই বিআরটিসিতে যোগ হবে ৩শ ডাবল ডেকার, ৩শ সিঙ্গেল ডেকার ও ৫শ ট্রাক। বিআরটিসিকে লাভজনক করার টার্গেট নিয়ে কাজ করার নির্দেশও দেন সেতুমন্ত্রী। বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির বাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে।