Home > ধর্ম > উসমানীয় খেলাফতের এই চিত্রকর্ম রেকর্ড ৬০ কোটি টাকায় বিক্রি

উসমানীয় খেলাফতের এই চিত্রকর্ম রেকর্ড ৬০ কোটি টাকায় বিক্রি

উসমানীয় খেলাফতের সময়ের একটি চিত্রকর্ম রেকর্ড মূল্য বিক্রি হল। লন্ডনের এক নিলামে ছবিটি বিক্রি হয় ৬.৩ মিলিয়ন পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা।

ডেইলি সাবাহ জানায়, ‘ইয়াং উইমেন রিডিং’ শিরোনামের চিত্রকর্মটি আঁকেন তুরস্কের বিখ্যাত চিত্রশিল্পী ওসমান হামদি বেই।

বিশেষজ্ঞরা ধারণা করছিলেন ৬ থেকে ৮ মিলিয়নের মধ্যে বিক্রি হতে পারে উসমানীয় খেলাফতের সময়ে আঁকা চিত্রকর্মটি। শেষপর্যন্ত এর ভেতরেই বিক্রি হয় ওসমান হামদির ছবিটি।

রেকর্ড মূল্য বিক্রি হয়ে তুরস্কের অন্যতম দামি শিল্পকর্ম হিসেবে নাম লেখাল ১৯ শতকের এই চিত্রকর্ম।

ইয়াং উইমেন রিডিং নামে ছবিটি ৪৫ বছর ধরে হামদির পরিবার সংরক্ষণ করে আসছিলেন। এক নারী জায়নামাজে বসে রেহেলে রাখা কোরআন পড়ছেন এমন একটি মুহূর্ত তুলির আঁচড়ে জীবন্ত করে তোলেন শিল্পী হামদি।

এর আগে ২০০৮ সালে লন্ডনে হামদির আঁকা ‘দ্য লেডি অব কনস্টান্টিপোল’ নামে আরেকটি চিত্রকর্ম ৫৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল

উসমানীয় খেলাফতের সময়ের এই শিল্পী ছিলেন একাধারে সরকারি প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প সমালোচক এবং প্রত্নতত্ত্ববিদ।

১৮৪২ সালে ততকালীন কনস্টান্টিপোল বর্তমান ইস্তানবুলে তিনি জন্মগ্রহণ করেন। ফ্রান্সে বিখ্যাত চিত্রশিল্পীদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন। ১৯১০ সালে ৬৮ বছর বয়সে মারা যান এই বিখ্যাত চিত্রশিল্পী।