মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের নেতা গোলাম রব্বানী (২৬) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল শুক্রবার রাতে তাকে আটক করে।
শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার পাঁচ নম্বর আসামি গোলাম রব্বানী।
যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুন্ড জানান, শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার রঘুরামপুর এলাকার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ইমন নামে এক যুবক শহরের রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন গোলাম রব্বানী ও তার আরেক সহযোগী পথচারী ইমনের একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।