Home > জাতীয় > সীমান্তে রেড অ্যালার্ট জারি, যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সম্রাট

সীমান্তে রেড অ্যালার্ট জারি, যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সম্রাট

ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িতদের দেশ ত্যাগ ঠেকাতে সবকটি বিমানবন্দর ও স্থল বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদরদফতর থেকে সংশ্লিষ্ট শাখায় এ নির্দেশনা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন, অবৈধভাবে কেউ যাতে দেশত্যাগ না করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে।’

এদিকে বেনাপোল ইমিগ্রেশনের ওসি মহসিন খান পাঠান জানান, ঢাকার পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাট ও ৯ নেপালি নাগরিক যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।এ ছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি।

কোনোভাবেই যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সীমান্তে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বলেও তিনি জানান।