বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যৌন মিলন করার সুযোগ করে দিতে ফেইসবুকে পেইজ খুলে কার্যক্রম চালাচ্ছিল এক দম্পতি। ঐ ফেসবুক পেইজের সন্ধান পাওয়ার পর তাদের খুঁজছে মিসরীয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মিসরের আলেকজান্দ্রিয়া শহরে। ঐ শহরেরই এক যুগল এই ফেসবুক পেইজ চালায় এবং মানুষকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সুযোগ করে দেয়। মিসরীয় দৈনিক পত্রিকা আল ওয়াতান সূত্রে এ খবর জানায় দ্য নিউ আরব।
পুলিশ এক যুগলকে খুঁজছে। ওই স্বামী-স্ত্রী একটি ফেসবুক চালায়। সেই পেইজের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে স্ত্রী বদলের সুযোগ করে দেয় তারা। স্ত্রী বদলের মাধ্যমে বিয়ে বহির্ভূত সম্পর্কের একটি নিষিদ্ধ সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করে এই ফেসবুক পেইজ।
জিপিএসের মাধ্যমে ওই ফেসবুক পেইজের কর্মকাণ্ডের প্রতি নজর রাখছে পুলিশ। সেই সঙ্গে ওই যুগলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
মিসরিয়ান সেন্টার ফর স্টাডিজের এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে ১০ হাজার মানুষ সেক্স পার্টিতে নিয়মিত অংশ নেয়, যেখানে মানুষ একে অপরের স্ত্রী বদল করে যৌন সম্পর্কে লিপ্ত হয়।