Home > জাতীয় > সারাদেশ > পর পর কন্যা সন্তান, দুইজনকে নদীতে ভাসিয়ে দিলো নানি

পর পর কন্যা সন্তান, দুইজনকে নদীতে ভাসিয়ে দিলো নানি

মেয়ের পর পর চার কন্যাসস্তান জন্ম হওয়ায় দুই সদ্যজাত নাতনিকে নদীতে ভাসিয়ে দিলেন নানি। সম্প্রতি ভারতের পাঞ্জাবের ভটিন্ডায় এই ঘটনা ঘটেছে।

এঘটনায় ৬৫ বছরের মলকীত কউর ও তার ছেলে বলজেন্দ্র সিংহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মলকীত কউরের মেয়ে অমনদীপ কউরের ৩ ও ১১ বছর বয়সী দুই কন্যা রয়েছে। সম্প্রতি ভটিন্ডার একটি বেসরকারি হাসপাতালে দুই যমজ কন্যার জন্ম দেন তিনি। ওজন কম হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা ছিল ওই দুই শিশুকে।

কিন্তু তার আগেই শিশুদু’টি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়।

পরে মলকীত কউর জানান, শিশু দু’টিকে এক আত্মীয়র বাড়ি নিয়ে গিয়েছেন তিনি। সকাল হলেই ফিরে আসবে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ জানায়, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছেলের সঙ্গে শিশু দু’টিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন মলকীত কউর। তা নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ অপরাধ স্বীকার করেছে ওই নারী ও তার ছেলে।

এদিকে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কী ভাবে শিশু দু’টিকে তারা বের করে নিয়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।