জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের ভিডিও ভাইরাল হওয়ার পর এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুনকে দেখা যায় মুহুর্মুহু গুলির বর্ষণ করতে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শারুন।
তিনি বলেন, গত (২০১৮ সালের জুনে) ফুটবল বিশ্বকাপ চলাকালে রাশিয়ায় যাই। সেখানে আমার এক রাশিয়ান বন্ধু সেখানকার স্পেশাল ফোর্সের রেঞ্জে পর্যটকদের জন্য পরিচালিত একটি শ্যুটিং স্পটে নিয়ে যায়। আমি সেখানে একে-৪৭ এ এক ম্যাগজিন গুলি চালাই। আর সেই ভিডিওটি ওই বছরই আমার ফেসবুকে আপলোড দেই। কিন্তু একবছরের বেশি সময় পর তা ছড়িয়ে দিয়ে এবং উদ্দেশ্যমূলক সংবাদ উপস্থাপন করে আমাদের রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে।
হুইপপুত্র শারুন বলেন, পটিয়ায় আমার বাবা (হুইপ সামশুল হক চৌধুরী) তার নির্বাচনী এলাকা ছাড়াও চট্টগ্রামের মানুষের কাছে একজন মানবদরদী নেতা হিসেবে পরিচিত। কিন্তু এ ধরনের ভিডিও দিয়ে প্রভাব বিস্তারের যে কথা বলা হচ্ছে তা কোনোমতেই সঠিক নয়।
আমরা বিএনপি-জামায়াত আমলে নির্যাতিত হয়েছি। এসব বিষয় নিয়েই রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আসলে সময়ই বলে দেবে-কোনটা সত্য আর কোনটা মিথ্যা,’ যোগ করেন তিনি।
এদিকে শুক্রবার ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সামরিক মহড়ার মতোই হুইপপুত্র শারুন এ কে ৪৭ রাইফেল সদৃশ্য আগ্নেয়াস্ত্র (কেউ কেউ বলছেন এসএমজি) থেকে গুলি বর্ষণ করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাত ৮টার দিকে হুইপপুত্র ফেসবুকে তার ভিডিওটির লিংক শেয়ার করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনার জাতির বিবেক, দয়া করে কোন কুচক্রীমহলের ষড়যন্ত্রে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। মেঘ দিয়ে সূর্যকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না।