সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে।
আগামী ৭ দিনের মধ্যে তাদের নামে ও সংশ্লিষ্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই নির্দেশনা দেয় বিএফআইইউ।
বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোন হিসাব পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য হার্ডকপি (কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিবরনী) ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।
মাহী বি চৌধুরী বর্তমানে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদের সদস্য। চিঠিতে তার এবং তার স্ত্রীর ইটিআইএন, পাসপোর্ট নম্বর, স্মার্টকার্ড নম্বর উল্লেখ করা হয়েছে। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় বলা হয়েছে, গুলশানের বারিধারার ১২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা।
এদিকে, ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪–এর ১১৬ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের নামে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হলো।